yazilimweb tasarim
Trending
চিংড়ি বালাচাও

বালাচাও কিনতে বুদ্ধিমানের পরিচয় দেয়টা কিন্তু স্মার্টনেস

Dec 13 • Masala Balachaung • 214 Views • No Comments on বালাচাও কিনতে বুদ্ধিমানের পরিচয় দেয়টা কিন্তু স্মার্টনেস

Spread the love

চিংড়ি বালাচাও কিনতে বুদ্ধিমানের পরিচয় দেয়টা নির্ভর করে আপনার স্মার্টনেস এর উপর।       

অন্য পেজ থেকে বালাচাও এর নামে পেঁয়াজ বেরস্তা কিনে অর্থের অপচয় করাটা বোকামি। কি এর ব্যাখ্যা।

সুপারশপসহ গতানুগতিক অনলাইন প্ল্যাটফর্ম ও ফেসবুক পেজ থেকে বালাচাও এর নামে পেঁয়াজ বেরস্তা কিনে অর্থের অপচয় করাটা বোকামি। কি এর ব্যাখ্যা।

বালাচাও এক প্রকার রেডি টু ইট ফুড। অনেকেই ভর্তা হিসেবেই সকলেই খেয়ে থাকে। বালাচাও চিংড়ি, পেয়াজ , রসুন,শুকনো মরিচ ও মশলার একটি মিশ্রণ। অনেকেই গতানুগতিক পেজ ও সুপারশপ থেকে বালাচাও কিনে থাকেন। সেসকল বালাচাও এ পেয়াজের আধিক্যই বেশি।

চিংড়ির অস্তিত্ব নেই বললেই চলে।

বাজারেরর অধিকাংশ বালাচাও এ প্রায় ৭০ শতাংশ পেঁয়াজ বেরস্তা। মাত্র ২০-৩০ শতাংশ চিংড়ি।  

এর নাম বালাচাও এর পরিবর্তে পেয়াজ বেরস্তা বললেও ভুল নেই।

ক্রেতার স্বার্থেই তাই বালাচাওমেকার প্রস্তুতকৃত বালাচাও।

একমাত্র বালাচাওমেকারই নিশ্চিত করে পেয়াজ বেরস্তা বিহীন চিংড়ি বালাচাও। এতে আপনি পাচ্ছেন চিংড়ির পূর্ণ স্বাদ।

তাই পেঁয়াজ বেরস্তা কিনে অর্থের অপচয় করাটা অবশ্যই বুদ্ধিমানের কাজ নয়।

তাই যাচাই করেই দেখুন।

বালাচাওমেকারের ১০০% চিংড়ি বালাচাও কিনলে ক্রেতার অর্থের সাশ্রয় হয় প্রায় ২২% খরচ।

তাই বালাচাও কেনার সময় বুদ্ধিমানের পরিচয় দেয়টা নির্ভর করে আপনার স্মার্টনেস এর উপর।  

বালাচাওমেকার দেশের স্বনামধন্য চিংড়ি বালাচাও প্রস্তুকারক।  

অফিসিয়াল পেজ [ক্লিক করুন]     

Related Posts

Leave a Reply

Your email address will not be published.

« »