সিগনেচার বিফের সিক্রেট স্পাইস
আমরা চেষ্টা করি আপনার মুখে সেরা স্বাদটাই তুলে দিতে। আর সেরা স্বাদের জন্য প্রয়োজন সবকিছু ফ্রেশ। আমরাও আমাদের সিগনেচার টেস্টের জন্য ব্যবহার করি ফ্রেশ-কাট-বিফ। আমাদের সিগনেচার মেন্যুর জন্য ফ্রিজে স্টোর করা বিফ ব্যবহার করা হয় না। এভাবেই নিশ্চিত হয় আমদের সেরা কুকিং প্রসেস।
সিক্রেট স্পাইস
সিগনেচার বিফের জন্য আমরা নিজেরাই কিছু স্পাইস প্রস্তুত করে থাকি। প্রতিটি উপকরণের আনুপাতিক মিশ্রণ নিশ্চিত করে আমাদের রেসিপির গুণগত মান। এছাড়াও এই স্পাইস সিগনেচার বিফের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ।

পাশাপাশি খাবারের মানের বিষয়ে আমরা বেশ খুঁতখুতে। আমরা বাসার খারারের মতো প্রতিদিন ক্যাটারিংয়ের জন্য বাজার করে থাকি। বাজার থেকে সবসময় টাটকা মাংস এবং প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে থাকি। পাশাপাশি রান্নার সময়ও খাবারগুলোর হাইজেনিক কিনা সেই বিষয়টিও নিয়ন্ত্রন করে থাকি। এসবের পাশাপাশি রয়েছে খাবারের পুষ্টিগুন। ফলে আমরা সবসময় চেষ্টা করে থাকি পুষ্টিকর খাবার খাওয়ানোর। আমরা একসঙ্গে ২০-৩০ মানুষের ক্যাটারিং করতে পারি। ভবিষ্যতে আমাদের এই সংখ্যা আরও বারবে।’
‘যারা গরুর মাংস ভালোবাসেন। যারা রেগুলার রান্না করা গরুর মাংসে বিরক্ত। কিন্তু একটু রান্নার স্পেশাল স্বাদ খুঁজে পাচ্ছেন না। বস্তুত তাদের জন্যই আমাদের এই উদ্যোগ।
মেন্যু অর্ডারের অথবা ক্যাটারিংয়ের জন্য সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন ০১৬ ৭৩ ৪৭ ৫৫ ৯৪ এই নম্বরে।
Related Posts
« গোস্তোরিয়া সিগনেচার টেস্টের সিক্রেট কি? গোস্তোরিয়া সিগনেচার বিফ »