যারা অথেনটিক চিংড়ি বালাচাও খুঁজছেন, তাদের জন্যই বালাচাওমেকার
যারা চিংড়ি পছন্দ করেন তাদের কাছে বালাচাও বেশ জনপ্রিয়। তারাই হন্যে হয়ে ভালো মানের বালাচাও সন্ধান করেন। বাজারে অনেক বালাচাও প্রস্তুতকারক আছে। তবে সাধারণ বালাচাও এ যেন ঠিক স্বাদ খুঁজে পাওয়া যায় না।
লইট্টা ও কাচকি মাছের বালাচাও প্রস্তুত হয়। তবে চিংড়ি বালাচাও এর জনপ্রিয়তা বেশি।
বাজারে অথেনটিক চিংড়ি বালাচাও এর বেশ অভাব। অথেনটিক চিংড়ি বালাচাও খুঁজে পাওয়া যেন সোনার হরিণ হাতে পাওয়ার মতই।
বালাচাও এর সিক্রেট চিংড়ি, পেয়াজ, রসুন এবং মাসালার সঠিক অনুপাত। বেশিরভাগ প্রস্তুতকারক সেটা নিশ্চিত করতে পারে না।
সবার অভিযোগ চিংড়ির পরিমাণ কম। পেয়াজ বেরেস্তার পরিমাণটাই বেশি। কিছুদিনের মধ্যেই বালাচাও যেন ক্রিস্পিনেস হারাচ্ছে এমন অভিযোগও আছে। কেউ কেউ বালাচাও এ বালি খুঁজে পান। কারণ নিন্ম মানের চিংড়ি শুঁটকি ব্যবহার।এছাড়া সুপারশপে যে বালচাও থাকে সেগুলোর মূল্য একটু বেশিই থাকে।
সকল প্রতিবন্ধকতা এবং চাহিদার ভিড়ে ভালো চিংড়ি বালাচাও খুঁজে পাওয়া যেন দুরূহ ব্যপার।
তবে এর সমাধান আছে। ঢাকায় একটি প্রস্তুতকারকের নাম আমরা বলতে পারি যারা বেশ ভালো মানের চিংড়ি বালাচাও প্রস্তুত করে।
সেই প্রস্তুত কারকের নাম বালাচাওমেকার। অনেকের মুখে শুনেছি বালাচাওমেকার অর্ডারের ভিত্তিতে কাস্টমাইজড বালাচাও প্রস্তুত করে। যারা নিজের পছন্দের স্বাদ অনুসারে বালাচাও বানিয়ে নিতে চান, তারা বালাচাওমেকারের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন।
প্রয়োজনে ০৯৬১১ ৩৯৭ ৪৫৪ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
এছাড়া ফেসবুক পেজ তো রয়েছেই। মেসেঞ্জারে বিস্তারিত কথাও বলতে পারেন।
বালাচাওমেকার প্রস্তুতকৃত বালাচাও যেন চিংড়ি, রসুন এবং মাসালার এক অসাধারণ কম্বিনেশন।
উন্নত মানের ইনগ্র্যাডিয়েন্ট দিয়ে প্রস্তুত ক্রিসপি চিংড়ি বালাচাও এখন আপনার হাতের মুঠোয়। এই কাজটি করছে বালাচাওমেকার।
স্পেশাল কায়দায় বানানো চিংড়ি বালাচাও স্বাদ স্বাদে অতুলনীয়। মাসালা, অনিওন এবং গার্লিক চিপসের অতুলনীয় কম্বিনেশন।
এছাড়া বালাচাও প্রস্তুতে ব্যবহার হয় হোম-প্রসেসড স্পাইস। গোল্ডেন গার্লিক এন্ড অনিওন চিপস্ নিশ্চিত করে প্রিমিয়াম বালাচাও এর স্বাদ।
অনেকেই ভালো মানের বালাচাও খুঁজে থাকেন। তাই বালাচাও এর জন্য বালাচাওমেকার ই ভালো একটি সোর্স।
যারা মানসম্মত চিংড়ি বালাচাও কিনতে আগ্রহী তারা ০১৬৭৩৩৭৫৫৯৪ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
দীর্ঘ ৩ বছর ধরে বালাচাওমেকার সুনামের সাথে বিভিন্ন বালাচাও প্রস্তুত করছে।
বিশেষ কায়দায় প্রস্তুত অর্গানিক চিংড়ি বালাচাও হরহামেশা পোলাও, খিচুড়ি, চাইনিজ আইটেম, ফ্রাইড রাইস, নুডুলস, রামেন, মুড়িমাখা, চানাচুর, ঘন ডাল, সবজিসহ বিভিন্ন ভর্তার সাথে ব্যবহার হচ্ছে।
বালাচাও মেকার-এর রয়েছে স্ট্যান্ডার্ড, স্পাইসি, এক্সট্রা শ্রিম্প, থাই ওরিয়েন্টাল, রেড সিচুয়ান এবং কাশ্মীরি ক্যাটাগরি।
আপনার পছন্দসই কাস্টমাইজড বালাচাও প্রস্তুত সম্ভব বালাচাও মেকার-এর সাথেই।
Related Posts
« স্পেশাল কায়দায় বানানো বালাচাও গোল্ড নিয়ে ব্যবসা করুন, নিজে স্বাবলম্বী হউন Balachao Maker: Art of premium quality shrimp balachao manufacturing »