অল্প টাকায় চা পাতার লাভজনক ব্যবসা
আমরা চা পাতার ব্যবসার কথা বলছি। খুব অল্প টাকা বিনিয়োগ করে যে কেউ শুরু করতে পারেন।
মাত্র ১০,১৫০ টাকা বিনিয়োগ করে কিভাবে মাসে ২১, ০০০ টাকা আয় করা যায়। এক বড় ভাইয়ের বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি। কাউকে উপদেশ দেওয়ার জন্য নয়। এ লেখা পড়ার পর চেষ্টা করে আপনিও সফল হতে পারেন।
আমাদের চারপাশে অসংখ্য চায়ের দোকান রয়েছে । হাজার হাজার মানুষ প্রতিদিন চা খাচ্ছে এসব দোকান থেকে।
প্রতিটি চা বিক্রেতার প্রতিদিন ১ থেকে ২ কেজি পর্যন্ত চা পাতা প্রয়োজন । আপনি আপনার আশেপাশের মাত্র ৭০টি চায়ের দোকানকে টার্গেট করুন। ধরুন, তারা আপনার কাছ থেকে প্রতিদিন আধা কেজির ১ প্যাকেট চা কিনবেন।
দোকানীরা আধা কেজির এক প্যাকেট চা পাতা ১৬৫ টাকা থেকে ১৭৫ টাকা দরে বিভিন্ন কোম্পানীর কাছ থেকে কিনে।
আপনি তাদেরকে এর চেয়েও কম দামে সরবরাহ করবেন। আপনি ভাল মানসম্পন্ন চা ১৪০-১৪৫ টাকা দরে কিনতে পারবেন। ধরুন আপনি ১৪৫ টাকা দরে কিনে দোকানীকে ১৫৫ টাকা দরে দিলেন। তাহলে দোকানী এখানেই ১০-২০ টাকা লাভ করতে পারবে। আর আপনার লাভ হবে ১০ টাকা প্রতি প্যাকেটে। তাহলে ৭০ প্যাকেটে আপনার লাভ হবে ৭০০ টাকা প্রতিদিন।
আপনার ইনভেস্ট ১০, ১৫০ টাকা ৭০ প্যাকেটে (১৪৫ টাকা প্রতি প্যাকেট)। তাহলে ৩০দিনে আপনার লাভ হবে ২১,০০০ টাকা। এছাড়া ১৬০ টাকা দরে প্রতি প্যাকেটে ১৫ টাকা লাভ করা সম্ভব।
আমি বলব, প্রাথমিক অবস্থায় এত টাকা ইনভেস্ট করতে হবে না । আপনার একদিনে ইনভেস্ট ছিল ১০,১৫০ টাকা, এটাকে শুধু ডাবল করবেন, অথ্যাৎ ২০,৩৯৯ টাকা হলেই আপনার হবে।
কিভাবে? চা দোকানীর কাছ থেকে নগদ টাকা নেওয়ার চেষ্টা করবেন। এসব ছোট দোকানদাররা নগদ লেনদেন করে। যদি নগদ নিতে না পারেন, তাহলে পরের দিন বকেয়া টাকা নিতে হবে। আরেকটি প্যাকেট তাদেরকে দিতে হবে। অর্থাৎ এক প্যাকেটের পুঁজি আপনাকে মার্কেটে রাখতে হবে। আর এক প্যাকেটের পুঁজি দিয়ে পরের দিনের জন্য মাল কিনতে হবে।
এভাবে আপনি দুটি পুঁজি ১০, ১৫০ + ১০, ১৫০ = ২১,০০০ টাকা বিনিয়োগ করে মাসে ২১,০০০ টাকা লাভ করতে পারবেন। অনায়াসে।
আমাদের হটলাইনে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন ০১৬৭৩ ৩৭৫ ৫৯৪
Related Posts
2 Responses to অল্প টাকায় চা পাতার লাভজনক ব্যবসা
Leave a Reply
« চায়ের ভাল বা খারাপ নির্ভর করে চারটি ফ্যাক্টরের উপর Cha Ghor is a premium quality prawn balachaw maker »
Viagra Ricetta Forum Roncomma https://agencialisto.com/ – Cialis SeiseIdepe Meds Online Pharmacies engedoinenia buy cialis chovonover Levothyroxine Without Us Prescription
cialis prescription order teefRaft https://artsocialist.com/ – Cialis Pilfuggigo Comprar Viagra Cordoba coummaaffilm discreet cialis meds Fendsaps Real Stendra 50mg Medicine Amex Fedex Shipping Next Day