yazilimweb tasarim
Trending
বালাচাও ব্যবসা

মাত্র ২০০০ টাকা বিনিয়োগেই শুরু হউক বালাচাও ব্যবসা

Apr 27 • Organic Shrimp Balachao • 335 Views • No Comments on মাত্র ২০০০ টাকা বিনিয়োগেই শুরু হউক বালাচাও ব্যবসা

Spread the love

মাত্র ২০০০ টাকা বিনিয়োগেই হতে পারে আপনার ব্যবসার শুরু। দেশের অন্যতম বালাচাও প্রস্তুতকারক ব্র্যান্ডের সাথেই শুরু হতে পারে আপনার স্বপ্নযাত্রা। একজন উদ্যোক্তা হিসেবে যদি আপনার সুনির্দিষ্ট কাস্টমার বেজ থাকে তবেই শুরু করতে পারেন বালাচাও নিয়ে ব্যবসা।

আপনি যদি বালাচাও ব্যবসায়ে আগ্রহী হয়ে থাকেন তবেই আমাদের সাথে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৬৭৩৩৭৫৫৯৪ এই নাম্বারে।

বালাচাও মেন্যুফেকচারিং ব্র্যান্ড হিসেবে একমাত্র বালাচাওমেকারই নিশ্চিত করে ১০০% অর্গানিক চিংড়ি বালাচাও। অথেনটিক সোর্স থেকে ১০০% অর্গানিক শ্রিম্প বালাচাও সংগ্রহে যোগাযোগ করুন ০১৬৭৩ ৩৭৫ ৫৯৪ নাম্বারে।   

দেশে হোমমেড বালাচাও প্রস্তুতকারকের সংখ্যা কম নয়। ছোট পরিসরেই প্রস্তুত হয় সে সকল বালাচাও।  সে সকল বালাচাও অর্গানিক চিংড়ি দিয়ে প্রস্তুত কিনা সেটাই প্রশ্ন।

বাজারের সকল চিংড়ি শুঁটকি মানসম্মত নয়। অধিকাংশ শুঁটকিতে থাকে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের উপস্থিতি।

সেক্ষেত্রে বালাচাওমেকার বেশ সচেতন। এদের বালাচাও প্রস্তুতে মূল উপকরণ হিসেবে ব্যবহার হয় ১০০% অর্গানিক চিংড়ি শুঁটকি।

কিভাবে প্রস্তুত হচ্ছে বালাচাওমেকারের ১০০% অর্গানিক চিংড়ি বালাচাও

বিশ্বস্ত সোর্স থেকে সংগ্রহকৃত চিংড়ি শুঁটকি দিয়েই প্রস্তুত হয় ১০০% অর্গানিক শ্রিম্প বালাচাও

ব্যবহারকৃত চিংড়ি শুটকি বাজারের চিংড়ি শুটকির চেয়ে অপেক্ষাকৃত উজ্জ্বল ও বেশী চকচকে। শুঁটকিতে কোন
প্রকার গন্ধ থাকে না। মেশানো হয় না কোন প্রকার রাসায়নিক দ্রব্য।

তাজা চিংড়ি মাছ দিয়ে প্রস্তুত হয় চিংড়ি শুঁটকি। এতে শুঁটকির চামড়া মসৃন থাকে।

এমনভাবে প্রসেসিং করা হয় যাতে ধুলাবালি থাকে না। ওজনে হালকা এবং স্বাদে ভালো।

ব্যবহারকৃত চিংড়ি শুঁটকি বিষাক্ত ডিডিটি ও কৃষিজ কীটনাশকমুক্ত।

এছাড়া বালাচাও প্রস্তুতে ব্যবহার হয় হোম-প্রসেসড মশলা। কোন প্রকার প্যাকেটজাত মশলার ব্যবহার করা
হয় না।

হোম-প্রসেসড স্পাইসের অসাধারণ কম্বিনেশনে প্রস্তুত হয় বিভিন্ন ক্যাটাগরি বালাচাও।

রোস্টেড শ্রিম্প, গোল্ডেন গার্লিক এন্ড অনিওন চিপস্ নিশ্চিত করে প্রিমিয়াম বালাচাও এর স্বাদ।
প্রস্তুত হয় অথেনটিক বালাচাও।
এমনকি কোন প্রকার কৃত্রিম রঙের ব্যবহারের প্রয়োজন পরে না।  

বালাচাও মেন্যুফেকচারিং ব্র্যান্ড হিসেবে বালাচাওমেকারের অবস্থান প্রথমেই

দীর্ঘ ৩ বছর ধরে বালাচাওমেকার সুনামের সাথে বিভিন্ন ক্যাটাগরি বালাচাও প্রস্তুত
করছে। প্রায় ৩০০ এর অধিক কাস্টমার বালাচাওমেকার থেকে নিয়মিত বালাচাও অর্ডার করে
থাকেন।
ঝালপ্রেমীদের কাছে আমাদের বালাচাও যেন একটি নিত্য অনুষঙ্গ। ছোটবড় সকলেই এই বালাচাও স্বাদের সঙ্গে পরিচিত।

আমাদের বালাচাও হরহামেশা পোলাও, খিচুড়ি, চাইনিজ আইটেম, ফ্রাইড রাইস, নুডুলস, রামেন, মুড়িমাখা, চানাচুর, ঘন ডাল, সবজিসহ বিভিন্ন ভর্তার সাথে ব্যবহার হচ্ছে।         

আমাদের বালাচাও বিশেষ করে ঝালপ্রেমী, প্রবাসী, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী মহিলাদের কাছে বিশেষভাবে সমাদৃত। অসুস্থ ব্যক্তি এবং কভিড আক্রান্ত রোগী যারা খাবারে স্বাদ খুঁজে পান না তারাও আমাদের বালাচাও খুঁজেন।      

বালাচাওমেকার বিদেশে অবস্থানরত আত্মীয় স্বজনের প্রতিনিয়ত অর্ডার গ্রহণ করছে। এক্সক্লুসিভ এই বালাচাও পৌঁছে যাচ্ছে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে।

আমাদের রয়েছে স্ট্যান্ডার্ড, স্পাইসি, এক্সট্রা শ্রিম্প, থাই ওরিয়েন্টাল, রেড সিচুয়ান এবং
কাশ্মীরি ক্যাটাগরি। এছাড়া আপনার পছন্দসই কাস্টমাইজড বালাচাও
প্রস্তুত সম্ভব আমদের সাথেই।

যোগাযোগ
০৯৬১১ ৩৯৭ ৪৫৪।

ফেসবুক পেইজ

আমাদের গ্রুপ

ইন্সটাগ্রাম

ওয়েব আর্টিকেল

                                      

 

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published.

« »